জনতার রোষে জোড়া খুন

ওয়েব ডেস্ক: জনতার রোষে জোড়া খুন। এলাকার কুখ্যাত দুষ্কৃতীকে পিটিয়ে থেঁতলে খুন করল উত্তেজিত জনতা। ছেলেকে বাঁচাতে গিয়ে গণপিটুনিতে মারা গেলেন মা-ও। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ছেলের অপরাধমূলক কাজকর্মে মদত দিতেন মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। চুঁচুঁড়ার লেনিননগরের ঘটনা।

গোপাল ভারী সুবোধ বালক। বইয়ে পড়া সে গোপালের সঙ্গে একেবারেই মিল নেই চুঁচুড়ার লেনিন নগরের গোপাল মজুমদারের। এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলেই পরিচিতি তার। গোপালে অত্যাচারে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ লেনিননগরের মানুষ। জমছিল রোষ। শনিবার রাতে ঘটে গেল অঘটন। গণপিটুনিতে খুন হয়ে গেল গোপাল। জনতার রোষের শিকার গোপালের মা আশা মজুমদারও।

আরও পড়ুন আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

মাস দুয়েক আগে জেল খেটে বাড়ি ফেরে গোপাল। তারপরও চলছিল কুকীর্তি। জমছিল এলাকার মানুষের ক্ষোভ। শনিবার রাতে বাড়ি ফেরে গোপাল। খেয়ে দেয়ে শুয়েও পড়ে। অভিযোগ, ছেলের কুকর্মে মদত দিতেন মা আশা মজুদার। জনরোষের শিকার হন তিনিও। দুজনকেই বাড়ি থেকে বের করে কাছের এক নালার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় বেধড়ক মার। সকালে নালা থেকে দুজনের দেহ উদ্ধার করে পুলিস।

কিন্তু, কারা এমন নৃশংসভাবে পিটিয়ে মারল মা ও ছেলেকে? প্রকাশ্যে মুখ খুলছেন না কেউই। কিন্তু, এলাকায় কান পাতালেই ঠাহর হচ্ছে ক্ষোভের আঁচ। ঘটনার পর থেকেই এলাকা থমথমে, স্থানীয়দের মুখে কুলুপ।

আরও পড়ুন রাজ্যের জেলায় জেলায় বাড়ছে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা

English Title: 
DOUBLE MURDER IN MASS BEATEN
News Source: 
Home Title: 

জনতার রোষে জোড়া খুন

জনতার রোষে জোড়া খুন
Yes
Is Blog?: 
No
Section: