ওয়েব ডেস্ক: দশ বছরের স্বপ্নপূরণ। সিঙ্গুর ফিরছে সিঙ্গুরে। কৃষির জমি ফেরানো হচ্ছে কৃষকদেরই হাতে। দুহাজার ছয় সালে জমি অধিগ্রহণের পর আন্দোলন শুরু করেন অনিচ্ছুক কৃষকরা। জমি বাঁচাতে মরিয়া লড়াই চালিয়ে গিয়েছেন এঁরাই। কখনও জমি আঁকড়ে ধরতে গিয়ে জুটেছে লাঠিচার্জ। কখনও আবার কাঁদানে গ্যাসে নষ্ট হয়েছে চোখ। অনেকেই জেলও খেটেছেন। খুন হতে  হয়েছে তাপসী মালিককে।


আরও পড়ুন- আজই পূর্ণ হচ্ছে সিঙ্গুর আন্দোলনের বৃত্ত, কৃষকদের জমি ফিরিয়ে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী


দুহাজার এগারোয় ক্ষমতা দখলের পরই সিঙ্গুরে জমি ফেরাতে তত্পর হন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ডিন্যান্স আনেন। আইন তৈরি করেন। কিন্তু সিঙ্গুর বন্দি হয় হাইকোর্টে। সেখান থেকে সুপ্রিম কোর্ট।  গত অগাস্টে শীর্ষ আদালত জমি ফেরাতে নির্দেশ দেয়। জয় হয় সিঙ্গুর আন্দোলনেরই। জমি অবশেষে ফিরছে কৃষকদের হাতে। আবার সোনার ফসল ফলানোর আশায় বুক বাঁধছেন চাষীরা।


আরও পড়ুন- আজ সিঙ্গুরের কোথা থেকে জমি ফেরত দেওয়া শুরু করছে রাজ্য সরকার জানুন