এটাও 'ধর্মনিরেপেক্ষ' ভারত? বাংলার এক গ্রামেই অনুমতি নেই দুর্গা পুজোর

Updated By: Oct 29, 2015, 01:14 PM IST
এটাও 'ধর্মনিরেপেক্ষ' ভারত? বাংলার এক গ্রামেই অনুমতি নেই  দুর্গা পুজোর

এটাও 'ধর্মনিরেপেক্ষ' ভারত? বাংলার এক গ্রামেই অনুমতি নেই  দুর্গা পুজোর

ওয়েব ডেস্ক: খোদ এ রাজ্যের এক গ্রামে নিষিদ্ধ হল মহামায়ার (দেবী দুর্গা) আরাধনা। মুসলিম প্রধান গ্রামে ৩০০ হিন্দু পরিবারকে দুর্গা পুজো করার অনুমতি দিচ্ছে না পুলিস। একবার নয়, পরপর তিন বছর দুর্গা মণ্ডপ থাকছে খালিই। পুজো হচ্ছে না মণ্ডপে।

দুর্গাপুজোর দশমী হয়ে গিয়েছে সপ্তাহখানেক আগেই। কলকাতা সহ রাজ্যের সমস্ত প্রতিমার বিসর্জন হয়েছে রবিবারই। প্রতিমা নিরঞ্জনের ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কে জড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনার সূত্রপাত ৩ বছর আগে। বীরভূমের নলহাটিতে মুসলিম প্রধান গ্রামে ৩০০ হিন্দু পরিবার মিলে যখন দুর্গা পুজো করার অনুমতি চায় প্রশাসন তা না মঞ্জুর করে দেয়। এক বছর নয়। পর পর তিন বছর ধরে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনও সদুত্তর মেলেনি প্রশাসনের তরফে। আর এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুলিসের যুক্তি, দুর্গাপুজো করলে নলহাটির ওই গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, তাই পুজোতে অনুমতি দেওয়া হয়নি।

নবভারত টাইমস এবং নিউজ এক্সের প্রতিবেদন অনুযায়ী ওই গ্রামের মুসলিমরা প্রশাসনের ওপর চাপ দিয়েই পুজো বন্ধ করে রেখেছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এর আগে কুরবানি ঈদেও নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।    

(সূত্র-জি নিউজ, আইএনএক্স মিডিয়া, নবভারত টাইমস)

.