জল ছাড়ার পরিমাণ আরও কমাল দুর্গাপুর ব্যারেজ
জল ছাড়ার পরিমাণ আরও কমাল দুর্গাপুর ব্যারেজ। গত পরশু দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। ধাপে ধাপে তা কমিয়ে উননব্বই হাজার একশো পচিশ কিউসেকে নামিয়ে আনা হয়। শেষ পর্যন্ত কাল জল ছাড়া হয় সত্তর হাজার কিউসেক। আজ সকাল ছটার হিসেব বলছে দুর্গাপুর ব্যারাজ থেকে ৫১ হাজার ৯৬৪ কিউসেক জল ছাড়া হয়েছে। বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন জানিয়েছেন, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে। তাই দুর্গাপুর ব্যারাজ থেকে কম পরিমাণে জল ছাড়া হচ্ছে। যদিও বর্ধমান জেলার রায়না ও জামালপুর ব্লকে সতর্কতা জারি রয়েছে।
ওয়েব ডেস্ক: জল ছাড়ার পরিমাণ আরও কমাল দুর্গাপুর ব্যারেজ। গত পরশু দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। ধাপে ধাপে তা কমিয়ে উননব্বই হাজার একশো পচিশ কিউসেকে নামিয়ে আনা হয়। শেষ পর্যন্ত কাল জল ছাড়া হয় সত্তর হাজার কিউসেক। আজ সকাল ছটার হিসেব বলছে দুর্গাপুর ব্যারাজ থেকে ৫১ হাজার ৯৬৪ কিউসেক জল ছাড়া হয়েছে। বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন জানিয়েছেন, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে। তাই দুর্গাপুর ব্যারাজ থেকে কম পরিমাণে জল ছাড়া হচ্ছে। যদিও বর্ধমান জেলার রায়না ও জামালপুর ব্লকে সতর্কতা জারি রয়েছে।