দুর্গাপুর স্টেশনে টিটি রুমে ঢুকিয়ে মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে

টিকিট নিয়ে বচসার জের। টিটি রুমে এক দম্পতিকে ঢুকিয়ে মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে। 

Updated By: May 16, 2016, 09:14 AM IST
দুর্গাপুর স্টেশনে টিটি রুমে ঢুকিয়ে মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: টিকিট নিয়ে বচসার জের। টিটি রুমে এক দম্পতিকে ঢুকিয়ে মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশনে। চিত্তরঞ্জন থেকে তুফান মেলে একটি ট্রেনে ওঠেন কানহাইয়া ও পুনম ডোম। দুর্গাপুর স্টেশনে টিটির টিকিট দেখতে চাইলে ওই দম্পতি টিকিট দেখাতে পারেননি। দম্পতির দাবি, তাঁরা দুটো টিকিট চাইলেও তাঁদের একটি টিকিট দেওয়া হয়েছে। বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ জানান দম্পতি। অভিযোগ তখনই বচসা হয় তাঁদের সঙ্গে। এরপরই ঘরে নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত আরপিএফ কর্মীর বিরুদ্ধে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

.