জল ছাড়া নিয়ে ডিভিসি-রাজ্য সরকারের চাপান উতোর অব্যাহত

জল ছাড়া নিয়ে ডিভিসি ও রাজ্য সরকারের চাপান উতোর বন্ধ হল না আজও। রাজ্য সরকারের তরফে আজ দাবি করা হয়েছে ফের জল ছেড়েছে ডিভিসি। সরকারের তরফে জল ছাড়ার সময় ও পরিমানও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আজ সকাল নটা নাগাদ ২৯ হাজার ৮৭৩ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। গালুডি থেকে জল ছাড়া হয়েছে ২২ হাজার ১৭২ কিউসেক।

Updated By: Oct 19, 2013, 06:29 PM IST

জল ছাড়া নিয়ে ডিভিসি ও রাজ্য সরকারের চাপান উতোর বন্ধ হল না আজও। রাজ্য সরকারের তরফে আজ দাবি করা হয়েছে ফের জল ছেড়েছে ডিভিসি। সরকারের তরফে জল ছাড়ার সময় ও পরিমানও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আজ সকাল নটা নাগাদ ২৯ হাজার ৮৭৩ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। গালুডি থেকে জল ছাড়া হয়েছে ২২ হাজার ১৭২ কিউসেক।
যদিও ডিভিসি কর্তৃপক্ষের দাবি জল  ছাড়া হয়নি। এর আগেই ডিভিসির তরফে জানানো হয়, মাইথন ও পাঞ্চেত জলাধারের জল বিপদসীমার নীচে নেমে গেছে। তাই আজ আর নতুন করে জল ছাড়া হবে না। তবে গতকাল মাইথন থেকে বারো হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়। 
এদিকে, রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে বলে নিজেদের বক্তব্যে এখন অনড় ডিভিসি কর্তৃপক্ষ। জল নিয়ে সমস্ত নথি নিয়ে আগামী ২১ অক্টোবর নবান্ন ভবনে  সরকারের সঙ্গে বৈঠকে বসবেন ডিভিসির আধিকারিকরা।  

.