ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, কেন্দ্রস্থল অসম, কাঁপল কলকাতাও

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। কাঁপল শহর কলকাতাও। আজ সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে কেঁপে ওঠে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। তবে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কম্পনের মাত্রা ছিল বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

Updated By: Jun 28, 2015, 08:47 AM IST
ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, কেন্দ্রস্থল অসম, কাঁপল কলকাতাও

ওয়েব ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। কাঁপল শহর কলকাতাও। আজ সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে কেঁপে ওঠে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। তবে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কম্পনের মাত্রা ছিল বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

নেপাল, ভূটান এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়। কেন্দ্রস্থল অসমের বঙ্গাইগাঁওয়ের থেকে ১৯ কিলোমিটার দূরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

এই কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনিক স্তরে সতর্কতা জারি করা হয়েছে।     

 

.