জলপাইগুড়ি থেকে উদ্ধার ১০০ কোটি টাকার সাপের বিষ

একশো কোটি টাকা! হ্যাঁ, একশো কোটি টাকার সাপের বিষই  উদ্ধার হল জলপাইগুড়ির বেলাকোবায়। ফ্রান্স থেকে চোরা পথে আনা ওই  বিষ নেপাল, শিলিগুড়ি হয়ে ভুটানে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে খবর। ঘটনায় ধৃত  ছজনকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।গোপনে পাচার করা হচ্ছে বহুমূল্য সাপের বিষ। শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর আসে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তর কাছে। সঙ্গে সঙ্গে  বনকর্মীদের নিয়ে তিনি হাজির হন বেলাকোবা রেলগেটে। তিনটি সাইকেলে সন্দেহভাজন ছজনকে দেখতে পান তাঁরা। তাদের সঙ্গে ছিল তিনটি ব্যাগ। বনকর্মীদের দেখেই পালানোর চেষ্টা করে ওই যুবকেরা।  এরপর ধাওয়া করে তাদের ধরে ফেলেন বনকর্মীরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিষভর্তি  তিনটি জার। প্রায় ন পাউন্ড বিষের বাজার মূল্য একশো কোটি টাকা।

Updated By: Jun 27, 2015, 10:18 PM IST
জলপাইগুড়ি থেকে উদ্ধার ১০০ কোটি টাকার সাপের বিষ

ব্যুরো: একশো কোটি টাকা! হ্যাঁ, একশো কোটি টাকার সাপের বিষই  উদ্ধার হল জলপাইগুড়ির বেলাকোবায়। ফ্রান্স থেকে চোরা পথে আনা ওই  বিষ নেপাল, শিলিগুড়ি হয়ে ভুটানে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে খবর। ঘটনায় ধৃত  ছজনকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।গোপনে পাচার করা হচ্ছে বহুমূল্য সাপের বিষ। শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর আসে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তর কাছে। সঙ্গে সঙ্গে  বনকর্মীদের নিয়ে তিনি হাজির হন বেলাকোবা রেলগেটে। তিনটি সাইকেলে সন্দেহভাজন ছজনকে দেখতে পান তাঁরা। তাদের সঙ্গে ছিল তিনটি ব্যাগ। বনকর্মীদের দেখেই পালানোর চেষ্টা করে ওই যুবকেরা।  এরপর ধাওয়া করে তাদের ধরে ফেলেন বনকর্মীরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিষভর্তি  তিনটি জার। প্রায় ন পাউন্ড বিষের বাজার মূল্য একশো কোটি টাকা।

শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ধৃতেরা সকলেই শিলিগুড়ি ও কালচিনির বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যানকার্ড, ভোটারকার্ডসহ বেশ কয়েকটি পরিচয়পত্র। তারা সকলেই বড় মাপের ঠিকাদার বলে খবর। জারগুলির গায়ে ফ্রান্সের কোবরা ড্রাগ কোম্পানির নাম লেখা রয়েছে। তবে উদ্ধার হওয়া তরল ও ট্যাবলেট আদৌ সাপের বিষ কিনা তা জানতে সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

.