লোকসভা নির্বাচনে রাজ্যে পুলিসি পর্যবেক্ষক নিয়োগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের

লোকসভা নির্বাচনে রাজ্যে পুলিসি পর্যবেক্ষক নিয়োগ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নয়টি কেন্দ্রের জন্য রাজ্যে আসছেন আটজন পুলিস পর্যবেক্ষক। প্রথম দফা বাদ দিয়ে বাকি সবকটি দফাতেই থাকবেন পুলিসি পর্যবেক্ষকরা। শনিবার একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তা। আসন্ন লোকসভা ভোটে পুলিসি নিরাপত্তার ওপর নজরদারির জন্য এবার পুলিসি পর্যবেক্ষক নিয়োগ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। দুহাজার এগারোর বিধানসভা নির্বাচনে পুলিসি পর্যবেক্ষক নিয়োগ হলেও লোকসভার ভোটে এই প্রথম রাজ্যে পুলিসি পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন। বাঁকুড়া, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বনগাঁ, জয়নগর, মেদিনীপুর, পুরুলিয়ার ভোটে নজরদারির দায়িত্বে থাকবেন পুলিসি পর্যবেক্ষকরা।

Updated By: Mar 22, 2014, 10:48 PM IST

লোকসভা নির্বাচনে রাজ্যে পুলিসি পর্যবেক্ষক নিয়োগ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নয়টি কেন্দ্রের জন্য রাজ্যে আসছেন আটজন পুলিস পর্যবেক্ষক। প্রথম দফা বাদ দিয়ে বাকি সবকটি দফাতেই থাকবেন পুলিসি পর্যবেক্ষকরা। শনিবার একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তা। আসন্ন লোকসভা ভোটে পুলিসি নিরাপত্তার ওপর নজরদারির জন্য এবার পুলিসি পর্যবেক্ষক নিয়োগ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। দুহাজার এগারোর বিধানসভা নির্বাচনে পুলিসি পর্যবেক্ষক নিয়োগ হলেও লোকসভার ভোটে এই প্রথম রাজ্যে পুলিসি পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন। বাঁকুড়া, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বনগাঁ, জয়নগর, মেদিনীপুর, পুরুলিয়ার ভোটে নজরদারির দায়িত্বে থাকবেন পুলিসি পর্যবেক্ষকরা।

ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা খতিয়ে দেখতে আগামী চব্বিশে মার্চ রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। ওইদিন রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, নগরপাল এবং আইজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক করবেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে খবর, লোকসভা ভোটে যে জায়গাগুলিতে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে সেখানে আগে থেকেই ততপর হতে চাইছে কমিশন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে বারবার। কমিশনে সেইসব অভিযোগও জমা পড়ে। বহু জায়গায় ভোটে দিতে না পেরে মানুষ ক্ষোভ জানিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনে। সেজন্যই পুলিসের ওপর নজরদারি করতে এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

.