কাটল না ইসিএল জট

Updated By: Jul 26, 2014, 07:29 PM IST

:ইসিএল-এর জেকেএন  কোলিয়ারির সঙ্কট পুরোপুরি কাটল না। কাজ চালিয়ে যাওয়ার কথা বললেও, কাজবন্ধের নোটিস প্রত্যাহার করে নেয়নি কোলিয়ারি কর্তৃপক্ষ। কোলিয়ারির কারিগরি সচিব নিলাদ্রি রায় বলেছেন ওই নোটিস তাঁরা স্থগিত রাখছেন।প্রত্যাহার করছেন না। নিলাদ্রি রায় বলেছেন, প্রশাসনের ভূমিকায় তাঁরা পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না। কারণ,  পিট ম্যানেজারকে মারধর ও হুমকি দেওয়ার মামলায় আদালত থেকে জামিন পেয়ে গেছেন অভিযুক্ত চুনুলাল মিশ্র।

তাই কোলিয়ারিতে আবার গণ্ডগোলের আশঙ্কা থেকেই যাচ্ছে। ভবিষ্যতে ফের কোলিয়ারিতে এ ধরনের গণ্ডগোল হলে কাজ বন্ধের নোটিস কার্যকর করা হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।  

 

.