মুখ্যমন্ত্রীর রাস্তা অবরোধ হাতির

বহুবার তিনি বলছেন, অবরোধের রাজনীতি বরদাস্ত করবেন না। অথচ আজ তাঁর কনভয়ই অবরোধে আটকে যাওয়ার জোগাড় হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় তখন ছুটছে কোচবিহারের দিকে। সেবক সেতু পেরিয়ে মাথাভাঙার রাস্তায় ঢুকে গিয়েছে কনভয়। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া মহাকাল এলাকায় তখন হুলস্থুল কাণ্ড।

Updated By: Jul 22, 2013, 10:35 PM IST

বহুবার তিনি বলছেন, অবরোধের রাজনীতি বরদাস্ত করবেন না। অথচ আজ তাঁর কনভয়ই অবরোধে আটকে যাওয়ার জোগাড় হয়েছিল।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় তখন ছুটছে কোচবিহারের দিকে। সেবক সেতু পেরিয়ে মাথাভাঙার রাস্তায় ঢুকে গিয়েছে কনভয়। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া মহাকাল এলাকায় তখন হুলস্থুল কাণ্ড। 
আচমকা রাস্তা অবরোধ। রাস্তাজুড়ে দাঁড়িয়ে গজরাজ। নিরাপত্তারক্ষীরা তখন কুল কুল করে ঘামছেন, মুখ্যমন্ত্রীর কনভয় না চলে আসে। খবর দেওয়া হল বন দফতরে। বনকর্মীরা এসে পটকা ফাটিয়ে শূন্যে গুলি ছুঁড়তেই ঘাবড়ে গিয়ে জঙ্গলে ঘা ঢাকা দিল গজরাজ। হাঁফ ছেড়ে বাঁচলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। কিছুক্ষণ পরেই নির্বিঘ্নে এলাকা পেরিয়ে গেল মুখ্যমন্ত্রীর কনভয়।   

.