হাতির তাণ্ডবে তটস্থ বর্ধমান

হাতির তাণ্ডবে তটস্থ গোটা বর্ধমান। সকালেই হাতির হানায় মৃত্যু হয়েছে ৪ জন ব্যক্তির। ভাতারের নসিগ্রামে মৃত্যু হয়েছে ২ জনের। বেলার দিকে মন্তেশ্বরে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

Updated By: Mar 20, 2016, 03:44 PM IST
হাতির তাণ্ডবে তটস্থ বর্ধমান

ওয়েব ডেস্ক: হাতির তাণ্ডবে তটস্থ গোটা বর্ধমান। সকালেই হাতির হানায় মৃত্যু হয়েছে ৪ জন ব্যক্তির। ভাতারের নসিগ্রামে মৃত্যু হয়েছে ২ জনের। বেলার দিকে মন্তেশ্বরে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

গতকালই দামোদর পেরিয়ে বাঁকুড়া থেকে ১০ থেকে ১২টি হাতির একটি দল বর্ধমানে গলসিতে ঢুকে পড়ে।  হাতির দলটিকে বনে পাঠানোর চেষ্টা করা হলে দলটি ৩টি ভাগে ভেঙে একটি দল ভাতারে, আরেকটি দল মন্তেশ্বরের দিকে চলে যায়। এদিকে ভাতারে তাণ্ডব চালিয়ে হাতির দলটি আলমপুরের দিকে পাড়ি দিয়েছে। বনদফতরের কর্মীরা হাতির পালকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

.