উত্তরবঙ্গে ভয়াবহ হারে ছড়াচ্ছে এনসেফালাইটিস, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৫

গত ২৪ ঘণ্টায়  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এনসেফেলাইটিসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।  গতকাল রাত পর্যন্ত আরও ৬ জন মারা গিয়েছেন।  আজ সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭।  উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

Updated By: Jul 22, 2014, 03:29 PM IST
উত্তরবঙ্গে ভয়াবহ হারে ছড়াচ্ছে এনসেফালাইটিস, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৫

উত্তরবঙ্গ: গত ২৪ ঘণ্টায়  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এনসেফেলাইটিসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।  গতকাল রাত পর্যন্ত আরও ৬ জন মারা গিয়েছেন।  আজ সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭।  উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি অবশ্য জানিয়েছেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে। আজ সকালে জলপাইগুড়ি সদর হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, যেসব এলাকায় জ্বরের প্রকোপ ছড়াবে , সেখানে বাড়ি বাড়ি ঘুরে  আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা। খোলা হয়েছে ফিভার ক্লিনিক। কারও রক্তে এনসেফেলাইটিসের নমুনা মিললে সঙ্গে সঙ্গে ক্লিনিকে আ না হবে। এনসেফেলাইটিসের মূল বাহক শূকরের টীকাকরণ করানো নিয়ে মাদুরাইয়ের একটি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিকর্তা। উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার জানিয়েছেন, চিকিত্‍সাধীনদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর হাসপাতালে জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও ২৬ জন। 

.