সংখ্যালঘু ভোটের লোভে ডান থেকে বাম, শাসক থেকে বিরোধী, সবার গন্তব্য ফুরফুরা শরিফ

লক্ষ্য সংখ্যালঘু ভোট। তাই ডান থেকে বাম, শাসক থেকে বিরোধী, সব দলেরই গন্তব্য এখন হুগলির ফুরফুরা শরিফ। সংখ্যালঘু ভোট নিশ্চিত করতে, ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করছেন রাজনৈতিক নেতারা।

Updated By: Mar 8, 2014, 11:25 PM IST

লক্ষ্য সংখ্যালঘু ভোট। তাই ডান থেকে বাম, শাসক থেকে বিরোধী, সব দলেরই গন্তব্য এখন হুগলির ফুরফুরা শরিফ। সংখ্যালঘু ভোট নিশ্চিত করতে, ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করছেন রাজনৈতিক নেতারা।

দুদিন আগেই ফুরফুরা শরিফ গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আজ দুপুরে মুকুল রায় এবং ফিরহাদ হাকিম ফুরফুরা শরিফে যান। প্রায় আধঘণ্টা ত্বহা সিদ্দিকির সঙ্গে কথা বলেন তাঁরা।

তৃণমূল নেতারা বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ফুরফুরা শরিফে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফুরফুরা শরিফ কর্তৃপক্ষের দাবি, রাজ্যে সাড়ে তিন কোটি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের মধ্যে তিন কোটির ওপর তাঁদের প্রভাব আছে। ভোটের স্থান মাহাত্ম্যের বিচারেও এই সংখ্যাটা নেহাত কম নয়।

রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৪টি আসনে তাদের প্রভাব রয়েছে বলে দাবি ফুরফুরা শরিফ কর্তৃপক্ষের। ত্বহা সিদ্দিকি সাক্ষাত্প্রার্থী রাজনৈতিক দলগুলিকে ন্যূনতম ষোলজন সংখ্যালঘু প্রার্থী দেওয়ার পরামর্শ দিয়েছেন। রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যালঘু প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। সংখ্যাটা হল তেরো। শাসকদল তৃণমূল এরাজ্য থেকে মোট সাতজন সংখ্যালঘু প্রার্থী দাঁড় করিয়েছে।

.