এ যেন 'গুরুমশাইয়ের' কোচিং ক্লাস!

খেজুরির সাতসিমলি গ্রাম। মোড়ে মোড়ে চলছে তৃণমূল প্রার্থী রণজিত্‍ দার অস্থায়ী কোচিং ক্লাস। গুরুমশাইয়ের হাতে নকল ইভিএম। ভোটারদের এক্কেবারে হাতে কলমে গুরুমশাই বুঝিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। কোন দলকে ভোট দিতে হবে। কোন বোতাম টিপতে হবে।

Updated By: May 5, 2016, 02:56 PM IST
এ যেন 'গুরুমশাইয়ের' কোচিং ক্লাস!

ওয়েব ডেস্ক : খেজুরির সাতসিমলি গ্রাম। মোড়ে মোড়ে চলছে তৃণমূল প্রার্থী রণজিত্‍ দার অস্থায়ী কোচিং ক্লাস। গুরুমশাইয়ের হাতে নকল ইভিএম। ভোটারদের এক্কেবারে হাতে কলমে গুরুমশাই বুঝিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। কোন দলকে ভোট দিতে হবে। কোন বোতাম টিপতে হবে।

ভোটের 'কোচিং'ক্লাসের প্রেক্ষাপট যেন ঠিক সেই সনত্ সিংহের গান। "এক এককে এক , দুই এক দুই.." ভোটের কোচিং সেরে তারপর বুথমুখো ভোটাররা। এবার তাদের হাতে কলমে 'গণতন্ত্রের' পরীক্ষা। কিন্তু কোথায় কী? আজ খেজুরির অধিকাংশ বুথেই বিরোধী এজেন্টের দেখা মেলেনি। বিরোধীরা এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

.