কীটনাশক খেয়ে আত্মঘাতী ধানচাষি
একদিকে চাষে ক্ষতি, অন্যদিকে ঋণের বোঝা। দুইয়ের চাপে, শস্য গোলা বর্ধমানে ফের আত্মঘাতী হলেন এক ধানচাষি। মিন্টু মাঝি নামে ওই চাষির বাড়ি, মন্টেশ্বর থানার ধেনুয়া গ্রামে। মৃতের পরিবারের দাবি, এই বছর ভাগে দশ বিঘা জমিতে তিনি বরো ধান চাষ করেছিলেন। কিন্তু কালবৈশাখীর ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়। লাভ তো দূরের কথা, চাষের খরচটুকু পর্যন্ত ওঠেনি। তার ওপর ঋণ ছিল পঞ্চাশ হাজার টাকা। এই সমস্ত কারণে ইদানিং মানসিক অবসাদে ভুগছিলেন মিন্টু মাঝি। গত বুধবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
ওয়েব ডেস্ক: একদিকে চাষে ক্ষতি, অন্যদিকে ঋণের বোঝা। দুইয়ের চাপে, শস্য গোলা বর্ধমানে ফের আত্মঘাতী হলেন এক ধানচাষি। মিন্টু মাঝি নামে ওই চাষির বাড়ি, মন্টেশ্বর থানার ধেনুয়া গ্রামে। মৃতের পরিবারের দাবি, এই বছর ভাগে দশ বিঘা জমিতে তিনি বরো ধান চাষ করেছিলেন। কিন্তু কালবৈশাখীর ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়। লাভ তো দূরের কথা, চাষের খরচটুকু পর্যন্ত ওঠেনি। তার ওপর ঋণ ছিল পঞ্চাশ হাজার টাকা। এই সমস্ত কারণে ইদানিং মানসিক অবসাদে ভুগছিলেন মিন্টু মাঝি। গত বুধবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।