এক দিনে আত্মঘাতী দুই কৃষক

রাজ্যে ফের কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল। ফসলের ন্যায্য দর না-পেয়ে বীরভূম ও মালদা জেলায় আত্মঘাতী হলেন দুই চাষি। শুক্রবার থেকেই খোঁজ মিলছিল না বীরভূমের নিমা পাখুড়িয়া গ্রামের বাসিন্দা অরিন্দ্য মালের।

Updated By: Jan 7, 2012, 07:51 PM IST

রাজ্যে ফের কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল। ফসলের ন্যায্য দর না-পেয়ে বীরভূম ও মালদা জেলায় আত্মঘাতী হলেন দুই চাষি। শুক্রবার থেকেই খোঁজ মিলছিল না বীরভূমের নিমা পাখুড়িয়া গ্রামের বাসিন্দা অরিন্দ্য মালের। শনিবার সকালে বাড়ির সামনে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে এবার চাষ করেছিলেন অরিন্দ্যবাবু। কিন্তু ফসলের তেমন দাম মেলেনি। এরই মধ্যে ঋণ শোধের জন্য ব্যাঙ্কের তরফে বারবার তাগাদা আসছিল। সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম পদক্ষেপ বেছে নিয়েছেন। চলতি মরশুমে বীরভূমে এই প্রথম কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল। মালদহের গাজোলের টিয়াগাছি গ্রামে আত্মঘাতী হয়েছেন এক সবজি চাষি। মৃত ব্যক্তির নাম কেনারাম সরকার।

.