আসানসোলে ইভটিজারদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা

এবার আসানসোল। ইভটিজারদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বাবা। গতকাল রাতে ইভটিজিংয়ের শিকার হয় এক ছাত্রী।  প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারধর করে ওই যুবকরা। পুলিসে অভিযোগ জানাতে গেলে রীতিমতো নাজেহাল করা হয় ওই পরিবারকে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আসানসোন নর্থ থানার ধাদকা ।

Updated By: Sep 22, 2013, 08:39 PM IST

এবার আসানসোল। ইভটিজারদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বাবা। গতকাল রাতে ইভটিজিংয়ের শিকার হয় এক ছাত্রী।  প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারধর করে ওই যুবকরা। পুলিসে অভিযোগ জানাতে গেলে রীতিমতো নাজেহাল করা হয় ওই পরিবারকে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আসানসোন নর্থ থানার ধাদকা ।
শনিবার রাতে প্রাইভেট টিউটরের কাছ থেকে পড়ে ফিরছিল সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। সেই সময় তাকে  কটূক্তি করে স্থানীয় কিছু যুবক। প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তাঁর মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে। 
পুলিসে অভিযোগ জানাতে গেলে মেডিক্যাল রিপোর্ট নিয়ে আসতে বলে আসানসোল নর্থ থানার পুলিস। এর পরেই আসানসোল মহকুমা হাসপাতালে যায় ওই পরিবার। থানায় জমা দেওয়া হয় মেডিক্যাল রিপোর্ট
আসানসোলের ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় কিছু দুষ্কৃতী মহিলাদের উত্যক্ত করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ঘটনার পর  আতঙ্কে নিজেদের দোকান খুলতে পারছেন না ওই ছাত্রীর বাবা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও।  
 

.