রেললাইন তৈরীর জন্য ক্ষতিগ্রস্থ খেলার মাঠ

রেললাইন তৈরির জন্য খেলার মাঠ থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। অভিযোগ হুগলির পুরশুড়ার তোকিপুর গ্রামের বাসিন্দাদের। এই মাঠটি রেল অধিগ্রহণ করলেও বাসিন্দাদের তা ব্যবহারের মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি। এমনভাবে মাটি কাটা হয়েছে তাতে আর খেলাধূলা করা যাবে না বলে অভিযোগ ।

Updated By: Nov 6, 2011, 10:52 PM IST

রেললাইন তৈরির জন্য খেলার মাঠ থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি।  অভিযোগ হুগলির পুরশুড়ার তোকিপুর গ্রামের বাসিন্দাদের। এই মাঠটি রেল অধিগ্রহণ করলেও বাসিন্দাদের তা ব্যবহারের মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি। এমনভাবে মাটি কাটা হয়েছে তাতে আর খেলাধূলা করা যাবে না বলে অভিযোগ । মাঠের চারপাশে প্রায় কুড়ি ফুট গর্ত হয়ে রয়েছে। স্থানীয় বিধায়ক থেকে রেল কর্তৃপক্ষ, কাউকে জানিয়েই কোনও লাভ হয়নি। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা মাঠ দখল করতে চাইছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ। এই চাপান-উতোরে নতুন করে মাঠ তৈরির উদ্যোগ বিশ বাঁও জলে।  

.