হুগলিতে আগুনে ভস্মীভূত ভেষজ তেলের কারখানা

হুগলিতে আগুনে ভস্মীভূত ভেষজ তেলের কারখানা। কাকভোরে চণ্ডীতলার কলাছড়ায় ডালডা কারখানায় বড়সড় আগুন। তেল কারখানায় অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি খবর দেন দমকলে।  ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে  দমকলের আটটি ইঞ্জিন। এখনও আগুনের কারণ সঠিক ভাবে বলতে পারছে না দমকলের আধিকারিকরা। তবে স্থানীয়রা জানিয়েছেন  গত  মাসের ষোলো তারিখও আগুন লেগে যায় ওই কারখানায়। কেন একই কারখানায় বারবার আগুন খতিয়ে দেখছে দমকল। পাশাপাশি কারখানায় যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও।

Updated By: Jan 18, 2016, 09:18 AM IST
হুগলিতে আগুনে ভস্মীভূত ভেষজ তেলের কারখানা

ওয়েব ডেস্ক: হুগলিতে আগুনে ভস্মীভূত ভেষজ তেলের কারখানা। কাকভোরে চণ্ডীতলার কলাছড়ায় ডালডা কারখানায় বড়সড় আগুন। তেল কারখানায় অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি খবর দেন দমকলে।  ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে  দমকলের আটটি ইঞ্জিন। এখনও আগুনের কারণ সঠিক ভাবে বলতে পারছে না দমকলের আধিকারিকরা। তবে স্থানীয়রা জানিয়েছেন  গত  মাসের ষোলো তারিখও আগুন লেগে যায় ওই কারখানায়। কেন একই কারখানায় বারবার আগুন খতিয়ে দেখছে দমকল। পাশাপাশি কারখানায় যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও।

.