সালুগাড়ায় গড়ে উঠছে রাজ্যের প্রথম সাফারি পার্ক
রাজ্য সরকারের উদ্যোগে শিলিগুড়ির কাছে সালুগাড়ায় গড়ে উঠছে সাফারি পার্ক। এই পার্কে প্রাকৃতিক পরিবেশেই বন্যপ্রাণকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।
ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে প্রথম পর্যায়ের। ঘুরে দেখার জন্য পর্যটক -স্বাচ্ছন্দ্যের সবরকম ব্যবস্থাও থাকবে পার্কে। জঙ্গল সাফারির টানে ভিন রাজ্যে কিংবা দেশের বাইরে ছোটার দিন শেষ। শিলিগুড়ির কাছে সালুগাড়াতেই রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে রাজ্যের প্রথম সাফারি পার্ক। সাতশো একর জমির ওপর দুশো পয়ষট্টি কোটি টাকার প্রকল্পের জন্য ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। নিয়োগ করা হয়েছে একজন অফিসারও।শুরু হয়ে গেছে কাজ।
বৃহস্পতিবার পাহাড় সফর সেরে ফেরার পথে সাফারি পার্কের এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন কর্তব্যরত আধিকারিকের সঙ্গে। উত্তরবঙ্গের প্রাকৃতির সৌন্দর্য, সঙ্গে প্রকৃতির কোলে বন্যপ্রাণকে কাছ থেকে দেখার সুবর্ন সুযোগ। সবমিলিয়ে উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের মানুষের কাছেও এই সাফারি পার্ক য আগামীদিনে আর্কষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।