বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু অণ্ডাল বিমানবন্দরে

বহু প্রতীক্ষার পর আজ থেকে বাণিজ্যিক ভাবে বিমান চলাচল শুরু হল অণ্ডাল বিমানবন্দরে। সকালে দশটা পনের নাগাদ দশ সিটের একটি বিমান দমদম থেকে অন্ডাল আসে।

Updated By: May 18, 2015, 05:53 PM IST

ওয়েব ডেস্ক: বহু প্রতীক্ষার পর আজ থেকে বাণিজ্যিক ভাবে বিমান চলাচল শুরু হল অণ্ডাল বিমানবন্দরে। সকালে দশটা পনের নাগাদ দশ সিটের একটি বিমান দমদম থেকে অন্ডাল আসে।

বিকেলে সাড়ে পাঁচট নাগাদ আরও একটি বিমান অন্ডাল বিমানবন্দরে কলকাতা থেকে আসছে। আগামিকাল দমদম থেকে বিমান অন্ডাল হয়ে বাগডোগড় যাবে, সেখান থেকে যাবে কোচবিহার। সপ্তাহে ছয় দিন চলবে এই বিমান। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে তৈরি দেশের প্রথম বিমানবন্দর এটি।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় জমান স্থানীয় মানুষ। এলাকা জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত, অন্ডাল বিমানবন্দরের 'প্রথম যাত্রী' ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাইসেন্স পাওয়ার পর প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের জন্য প্রথম ব্যবহার হয় অন্ডাল বিমানবন্দর।

.