শিলিগুড়িতে 'অশোক মডেলে'ই বাজিমাত, ২৪টি ভোট পেয়ে মেয়র অশোক ভট্টাচার্য
শিলিগুড়িতে 'অশোক মডেলে'ই বাজিমাত করল বামফ্রন্ট। তৃণমূলকে সহজেই হারিয়ে মেয়র নির্বাচিত হলেন অশোক ভট্টাচার্য। ভোটাভুটিতে বামেদের সমর্থনে পড়েছে ২৪টি ভোট। একটি ভোট নষ্ট হওয়ায় তৃণমূল প্রার্থী নান্টু পালের পক্ষে গিয়েছে ১৬টি ভোট।
ওয়েব ডেস্ক: অশোক মডেলেই শিলিগুড়িতে বাজিমাত করল বামেরা। তৃণমূলের নান্টু পালকে সহজেই হারিয়ে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। ভোটাভুটিতে বিরত থেকে সেই জয় আরও সহজ করে দিল বিজেপি ও কংগ্রেস। মেয়রের পাশাপাশি চেয়ারম্যান সহ পুরনিগমের অন্যন্য আসন গুলিরও দখল নেয় বামেরা।
এক নির্দল লিখিত সমর্থন দেওয়ায় বামেদের হাতে ছিল ২৪ জন কাউন্সিলরের সমর্থন। শিলিগুড়ি দখল তাই প্রায় নিশ্চিতই ছিল। তবু জল্পনা বাড়িয়ে দিয়েছিল তৃণমূলের নাছোড় মনোভাব।
হাতে মাত্র ১৭ জন কাউন্সিলর। তবু মেয়র পদে তৃণমূলের নান্টু পাল মনোনয়ন দেওয়ায় ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছিলেন অনেকেই। নান্টু পাল সে চেষ্টা করেছিলেন কি না জানা নেই। তবে অঘটন কিছু ঘটল না। শিলিগুড়ির বোর্ড গড়ার লড়াইয়ে সোমবার কার্যত হাসতে হাসতেই লক্ষ্যভেদ করেলেন অশোক ভট্টাচার্য।
মেয়র পদে ভোটাভুটিতে অশোক ভট্টাচার্যের সমর্থনে পড়েছে ২৪টি ভোট। সেখানে ১৭ জন তৃণমূল কাউন্সিলর থাকা সত্ত্বেও নান্টু পাল পেয়েছেন ষোলোটি। ভুল জায়গায় দাগ দেওয়ায় তৃণমূল শিবিরের একটি ভোট নষ্ট হয়েছে।
সোমবার ভোটাভুটি শুরুর আগেই অবশ্য বামেদের একধাপ এগিয়ে দিয়েছিল বিজেপি ও কংগ্রেস। বিজেপির দুজন এবং কংগ্রেসের চারজন কাউন্সিলর জানিয়ে দেন ভোটাভুটিতে অংশ নিচ্ছেন না তাঁরা।
কং-বিজেপির এই ঘোষণার পর বামেদের জয় একপ্রকার নিশ্চিতই ছিল। তবে টানাটান লড়াইয়ের শেষটা দেখার জন্য মুখিয়ে ছিল গোটা রাজ্য। নির্বাচনী জোট না করেও, তৃণমূলের সন্ত্রাস ঠেকাতে প্রতিরোধের মহাজোটের ডাক দিয়েছিলেন অশোক। তাতে তিনি সাকসেসফুল। সেই অশোক মডেল শেষ পর্যন্ত মেয়র ভোটেও শাসক দলকে ব্যাকফুটে ঠেলে দিল। শেষ হাসি হাসলেন অশোকই।