বন্যায় ভেসে গেল তুফানগঞ্জের ১৩টি গ্রাম পঞ্চায়েত
কালজানি, রায়ডাক, গদাধর নদিতে জল বাড়ায় জলমগ্ন হয়ে পড়েছে তুফানগঞ্জের ১৩টি গ্রামপঞ্চায়েত। জলের তোড়ে ভেঙে গেছে হেরিটেজ রোড। ভুচুংমারিতে বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামে জল ঢুকে গেছে। জলের তোড়ে ভেঙে গেছে নাটাবাডি় তুফানগঞ্জ সড়কের মাঝের সেতু।
কালজানি, রায়ডাক, গদাধর নদিতে জল বাড়ায় জলমগ্ন হয়ে পড়েছে তুফানগঞ্জের ১৩টি গ্রামপঞ্চায়েত। জলের তোড়ে ভেঙে গেছে হেরিটেজ রোড। ভুচুংমারিতে বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামে জল ঢুকে গেছে। জলের তোড়ে ভেঙে গেছে নাটাবাডি় তুফানগঞ্জ সড়কের মাঝের সেতু।
বন্যার কারনে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। খোলা হয়েছে ত্রাণশিবির। চল্লিশটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। বন্যাদুর্গতদের শুকনো খাবার বিলির ব্যবস্থা করা হয়েছে। তবে ত্রাণ ছিকমতো না মেলায় বন্যাদুর্গতদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বন্যার কারণে জলমগ্ন হয়ে পড়েছে তুপানগ়ঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ড। রায়ডাক নদীতে জারি করা হয়েছে লাল সংকেত।