বর্জ্য থেকে হবে বিদ্যুত্ উত্পাদন
জমে থাকা বর্জ্য পদার্থ থেকে হবে বিদ্যুত্ উত্পাদন। এবিষয়ে জার্মানির এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে সরকারের।
![বর্জ্য থেকে হবে বিদ্যুত্ উত্পাদন বর্জ্য থেকে হবে বিদ্যুত্ উত্পাদন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/22/50189-03gov-garbage.jpg)
ওয়েব ডেস্ক: বর্জ্য পদার্থ মানেই অকাজের জিনিস। জমে থেকে পরিবেশের ক্ষতি করা। কিন্তু এই অকাজের জিনিসকেই এবার কাজে লাগাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এইসব জমে থাকা বর্জ্য পদার্থ থেকে হবে বিদ্যুত্ উত্পাদন। এবিষয়ে জার্মানির এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে সরকারের। বেসরকারি সংস্থাটির সহযোগিতায় এমনই এক সরকারি প্রকল্প শুরু হতে চলেছে হাওড়ার ডোমজুড়ে। এই প্রকল্পে হাওড়ার জমে থাকা জঞ্জাল ব্যবহার করে তার থেকে উৎপাদন করা হবে বিদ্যুৎ। প্রায় ৩৪০০ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। হাওড়ার জঞ্জালের দুর্গন্ধ কি এবার তাহলে সম্পূর্ণ বন্ধ হবে?
পড়ুন সংখ্যালঘুদের জন্য সরকারের ব্যাপক হারে উন্নয়ন