ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির ক্ষয়ক্ষতির রিপোর্ট চাইলো সরকার

Updated By: May 15, 2015, 12:52 PM IST
ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির ক্ষয়ক্ষতির রিপোর্ট চাইলো সরকার

মঙ্গলবার নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার বিভিন্ন সরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠান।  ক্লাসরুম থেকে শুরু করে স্কুলের পিলারে দেখা দিয়েছে বড়সড় ফাটল।  অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে ক্লাস করানো হচ্ছে ছাত্রদের। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সরকার।

নেপালের কয়েক দফায় ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি পুরনো বাড়ি, সরকারি ভবন ও স্কুলের। শিলিগুড়ি বয়েজ স্কুলের ১৩টি ক্লাসরুমে দেখা দিয়েছে বড়সড় ফাটল। ফাটল দেখা দিয়েছে ক্লাসরুমের ছাদেও। প্রায় ৭০০ ছাত্রকে স্কুলের নতুন ভবনে ক্লাস করতে বলা হয়েছে।  ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে স্কুল পরিদর্শককে চিঠি দিয়েছেন প্রধানশিক্ষক।

মঙ্গলবারের ভূমিকম্পের পর স্কুলে ছাত্রদের উপস্থিতির হারও কমে গেছে অনেকটাই। শিলিগুড়ি মহকুমায় ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সরকার।

 

.