স্কুল থাকা সত্ত্বেও চার বছর ধরে ক্লাস চলছে গাছের নিচে

স্কুলের পাকা বাড়ি আছে তিন তিনটে। আছে গভীর নলকুপ, পাকা শৌচালয়। তারপরেও উত্তর দিনাজপুরের হেমতাবাদে এসএসকে স্কুলের পড়ুয়ারা ক্লাস করছেন গাছের নিচে। প্রাচ চার বছর ধরে এভাবে চললেও সমস্যার সমাধান হয়নি।

Updated By: May 15, 2015, 10:19 AM IST
স্কুল থাকা সত্ত্বেও চার বছর ধরে ক্লাস চলছে গাছের নিচে

ওয়েব ডেস্ক: স্কুলের পাকা বাড়ি আছে তিন তিনটে। আছে গভীর নলকুপ, পাকা শৌচালয়। তারপরেও উত্তর দিনাজপুরের হেমতাবাদে এসএসকে স্কুলের পড়ুয়ারা ক্লাস করছেন গাছের নিচে। প্রাচ চার বছর ধরে এভাবে চললেও সমস্যার সমাধান হয়নি।

২০০৩ উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের দক্ষিণ বাড়ুই বাড়িতে মাত্র চল্লিশজন ছাত্র নিয়ে শুরু হয়েছিল এসএসকে স্কুল। এরপর ধীরে ধীরে ছাত্র সংখ্যা দেড়শ ছাড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দা সমরেশ আলি স্কুল ভবন তৈরির জন্য বিনা শর্তে পাঁচ শতক জমি দান করেন। ২০০৯ সেই ভবন তৈরিও হয়। শুরু হয় ক্লাস। আচমকা ২০১১ বিধানসভা ভোটের পর ওই শিশু শিক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারাই। তাঁদের একটাই দাবি, পরিবারের কেউ চাকরি না পেলে রাস্তা ব্যবহারের জন্য জমি তাঁরা দেবেন না।

সেই থেকে স্কুল চলছে খোলা আকাশের নিচে। বিভিন্ন দফতরকে জানিয়েও কোনও ফল হয়নি বলে দাবি শিক্ষকদের। হেমতাবাদের নতুন বিডিও পেমা শেরপা অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ছাত্র থেকে শিক্ষক। সমস্যা দ্রুত মেটার ব্যাপারে আশাবাদী সকলেই।

.