ফের খোলা বাজার থেকে এক হাজার কোটি টাকা ঋণ রাজ্যের

ফের খোলা বাজার থেকে এক হাজার কোটি টাকা ঋণ নিল রাজ্য। এবার রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে রাজ্য এই নিল। অর্থ দফতরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেই এই ঋণ নেওয়ার কথা জানিয়েছে রাজ্য। এর আগেও খোলা বাজার থেকে দু বার ঋণ নিয়েছে রাজ্য। এবারও ফের ঋণ নেওয়ায় রাজ্যে কাঁধে সুদের বোঝা বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Updated By: Nov 18, 2013, 07:01 PM IST

ফের খোলা বাজার থেকে এক হাজার কোটি টাকা ঋণ নিল রাজ্য। এবার রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে রাজ্য এই নিল। অর্থ দফতরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেই এই ঋণ নেওয়ার কথা জানিয়েছে রাজ্য। এর আগেও খোলা বাজার থেকে দু বার ঋণ নিয়েছে রাজ্য। এবারও ফের ঋণ নেওয়ায় রাজ্যে কাঁধে সুদের বোঝা বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
রাজ্যে আকাশছোঁয়া বাজার দরের দায় গোটা দেশের খাদ্য সঙ্কটের ওপরই চাপালেন মুখ্যমন্ত্রী। কৌশলে বোঝাতে চাইলেন, বাইরের বিভিন্ন রাজ্যে পরিস্থিতি আরও অনেক ভয়ঙ্কর।
মানুষের জন্য কাজ না করতে পারলে পদ আগলে বসে থাকা যাবে না। দলের নেতা মন্ত্রীদের ফের এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

.