মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ জিআরপি-র বিরুদ্ধে

মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল জিআরপি-র বিরুদ্ধে। ফরাক্কা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। তিস্তা তোর্সা এক্সপ্রেসে বহরমপুর থেকে নিউ জলপাইগুড়ি ফিরছিলেন নেপালি দম্পতি রূপেশ গিরি ও নিশা গিরি। তাঁদের কাছে বৈধ টিকিট ছিল বলে দাবি।

Updated By: Oct 12, 2015, 11:27 AM IST

ওয়েব ডেস্ক: মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল জিআরপি-র বিরুদ্ধে। ফরাক্কা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। তিস্তা তোর্সা এক্সপ্রেসে বহরমপুর থেকে নিউ জলপাইগুড়ি ফিরছিলেন নেপালি দম্পতি রূপেশ গিরি ও নিশা গিরি। তাঁদের কাছে বৈধ টিকিট ছিল বলে দাবি।

জিআরপির বিরুদ্ধে ওই মহিলাকে কটূক্তি করার অভিযোগ ওঠে। প্রতিবাদ করেন স্বামী রূপেশ। তখনই নিশাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ জিআরপি-র বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে রূপেশও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। গুরুতর চোট পান দুজনই। তাঁদের মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ক্ষোভ ফুঁসছে রেল যাত্রীরা।

.