পর্যটন মন্ত্রকের গাইডলাইন উপেক্ষা করেই রাজ্যে রমরমা অ্যাডভেঞ্চার স্পোর্টস
অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের গাইড লাইন রয়েছে। তাতে কী ধরনের সতর্কতার কথা বলা হয়েছে, এক ঝলকে তা একবার দেখে নেওয়া যাক। পর্যটকদের সুরক্ষার জন্য অ্যাডভেঞ্চার ট্যুর
অপারেটার্সদের কী কী ব্যবস্থা নিতে হবে তা স্পষ্ট বলে দিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। সব ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যই রয়েছে গাইডলাইন। তাতে বলা হয়েছে,
প্রশিক্ষণপ্রাপ্ত গাইড ছাড়া প্যারাগ্লাইডিং-প্যারাসেলিং করা যাবে না।
টেক অফ এবং ল্যান্ডিংয়ের জায়গায় তাঁদের থাকতে হবে।
আকাশে মেঘ থাকলে প্যারাগ্লাইডিং-প্যারাসেলিং করা যাবে না।
প্যারাশুট নিয়মিত পরীক্ষা করাতে হবে।
শুধুমাত্র দিনের বেলাতেই প্যারাগ্লাইডিং-প্যারাসেলিং করা যাবে।
রাফটিং
রাফটিংয়ের ক্ষেত্রেও রয়েছে পর্যটন মন্ত্রকের সুরক্ষা বিধি। বলা হয়েছে,
প্রশিক্ষণপ্রাপ্ত গাইড ছাড়া রাফটিং করা যাবে না।
গাইড হবেন উচ্চমানের সাঁতারু এবং উদ্ধারের কাজে দক্ষ।
উদ্ধারের জন্য রেডিও যোগাযোগ-সহ আলাদা নৌকার ব্যবস্থা রাখতে হবে।
জলে থাকাকালীন লাইফ জ্যাকেট পরে থাকতে হবে।
নিয়মিত পরীক্ষা করতে হবে রাফটিংয়ের যাবতীয় সরঞ্জাম।
২০১২ সালের ২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের এই সুরক্ষা বিধি কার্যকর হয়েছে। অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটার্সদের সর্বভারতীয় সংগঠনের ওয়েবসাইটেও এর উল্লেখ রয়েছে। তবে, এই গাইডলাইন সবসময়
মেনে চলা হচ্ছে কি? প্রশ্ন তুলে দিয়েছে মন্দারমণির ঘটনা।