বাইকে চড়ে, গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকায় দাপিয়ে বেরাল দুষ্কৃতী দল
ওয়েব ডেস্ক: পুরো হিন্দি সিনেমা। বাইকে চড়ে ,শূণ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকায় দাপিয়ে বেরাল দুষ্কৃতী দল। ত্রস্ত সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করে প্রাণ বাঁচাচ্ছে। ঘটনা হাওড়ার। লিলুয়া ডনবস্কো স্কুলের সামনে এমন ভয়াবহ দৃশ্যের ছবি উঠে এসেছে সিসিটিভির ক্যামেরায়। পুলিস এখনও ঘটনার তদন্ত করছে। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। এলাকার দুই দুষ্কৃতী দলের পাণ্ডাদের শক্তি প্রদর্শনে প্রাণ যেতে বসেছিল সাধারণ মানুষের।
![বাইকে চড়ে, গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকায় দাপিয়ে বেরাল দুষ্কৃতী দল বাইকে চড়ে, গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকায় দাপিয়ে বেরাল দুষ্কৃতী দল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/01/62197-liluah1-8-16.jpg)
ওয়েব ডেস্ক: ওয়েব ডেস্ক: পুরো হিন্দি সিনেমা। বাইকে চড়ে ,শূণ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকায় দাপিয়ে বেরাল দুষ্কৃতী দল। ত্রস্ত সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করে প্রাণ বাঁচাচ্ছে। ঘটনা হাওড়ার। লিলুয়া ডনবস্কো স্কুলের সামনে এমন ভয়াবহ দৃশ্যের ছবি উঠে এসেছে সিসিটিভির ক্যামেরায়। পুলিস এখনও ঘটনার তদন্ত করছে। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। এলাকার দুই দুষ্কৃতী দলের পাণ্ডাদের শক্তি প্রদর্শনে প্রাণ যেতে বসেছিল সাধারণ মানুষের।
আরও পড়ুন কোচবিহারে কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে চঞ্চল্যকর তথ্য
সাকিল আহমেদ গোষ্ঠী দিন দুয়েক আগে চড়াও হয় ফিরোজ শেখের বাড়িতে। বদলা নিতে ফিরোশ শেখের লোকজন সাকিল আহমেদের এলাকায় গতকাল রাত্রে হামলা চালায়।
আরও পড়ুন এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল কাউন্সিলর আর তাঁর অনুগামীদের বিরুদ্ধে