পাহাড় সংঘাত, বিজনবাড়ি সেতু উদ্বোধনে ব্রাত্য মুখ্যমন্ত্রী
গোর্খাল্যান্ডের দাবির তোলার পর নতুন করে রাজ্যের সঙ্গে সংঘাতের পথে মোর্চা। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই বিজনবাড়িতে রঙ্গিলা নদীর ওপর নতুন সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিল জিটিএ। আজ সকাল এগারোটায় সেতুর উদ্বোধন করবেন জিটিএর চিফ এক্সিকিউটিভ বিমল গুরুং। যদিও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে এই সেতু উদ্বোধনের বিষয়টি ছিল।
গোর্খাল্যান্ডের দাবির তোলার পর নতুন করে রাজ্যের সঙ্গে সংঘাতের পথে মোর্চা। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই বিজনবাড়িতে রঙ্গিলা নদীর ওপর নতুন সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিল জিটিএ। আজ সকাল এগারোটায় সেতুর উদ্বোধন করবেন জিটিএর চিফ এক্সিকিউটিভ বিমল গুরুং।
যদিও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে এই সেতু উদ্বোধনের বিষয়টি ছিল।
মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনেই গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দেন মোর্চা সমর্থকেরা। ধমকেও বিক্ষোভ না থামায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চ ছেড়ে চলে যান।
এর পরেই বিমল গুরুং বলেন, পাহাড় পশ্চিমবঙ্গের অঙ্গ একথা বলে পাহাড়বাসীর ভাবাবেগে আঘাত দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাট্টা বিলি ঐতিহাসিক কাজ বলে মুখ্যমন্ত্রীকে বিদ্রুপও করেন তিনি। জিটিএর কাজে হস্তক্ষেপ করছে রাজ্য, এই অভিযোগও করেছেন মোর্চা সভাপতি।
সংঘাতের এই আবহের মধ্যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে বিমল গুরুংই বিজনবাড়ি সেতুর উদ্বোধন করবেন বলে ঘোষণা করা হয়।