ঘোলার নাটাগড়ের বুথে অন্তঃসত্ত্বাকে ব্যাপক মারধর

ঘোলার নাটাগড়ের বুথে অন্তঃসত্ত্বাকে ব্যাপক মারধর

Updated By: May 12, 2014, 11:14 AM IST

ঘোলার নাটাগড়ের বুথে অন্তঃসত্ত্বা সোমা সরকারকে ব্যাপক মারধর করা হল। আক্রান্ত হলেন স্বাতী সরকার, গোপাল সরকার।

এদিকে, চব্বিশ ঘণ্টার খবরের জের। হাড়োয়া নিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।হাড়োয়ার ব্রাহ্মণচকে ভোটারদের বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন চার ভোটার। টোটোন মণ্ডল, ক্ষিতীশ নস্কর, রুমা মণ্ডল, বেহুলা মণ্ডল প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জখমের সংখ্যা ষোলো। তেরোজনকে হাড়োয়া হাসপাতালে ভর্তি হয়েছে। বাকি সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় আনা হয়েছে। গুরুতর জখম বেহুলা মণ্ডলকে এখনও হাসপাতালে আনা যায়নি। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই পড়ে রয়েছেন তিনি।

দমদম লোকসভা কেন্দ্রের বরানগরের কুঠিঘাটে ভিক্টোরিয়া স্কুলের বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ। হাড়োয়ার নারায়ণপুরে ষাট ও একষট্টি নম্বর বুথের পিছনে তিরিশ জন ভোটারকে আটকে রাখার অভিযোগ। বাইরে ব্যাপক গোলাগুলি। বাইরে বেরোলেই গুলি করে খুন করার হুমকি।

বারাকপুরের টিটাগড়ের লাল বাহাদুর শাস্ত্রী স্কুলে বাম এজেন্ট শুভেন্দু ঘোষকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বীজপুরের মান্দারিবাজার একশো পঞ্চাশ, একশো চুয়ান্ন নম্বর বুথে বিরোধী এজেন্ট নেই

ভাটপাড়ার ৯৮ ও ৯৯ নম্বর বুথে পোলিং এজেন্ট নেই।
------
খড়দহ সন্তোষ বিদ্যালয়ে ১৪২, ১৪৩ ও ১৪১ নম্বর বুথ দখলের অভিযোগ উঠেছে।
-------
নৈহাটির মামোদপুরে ১৫ ও ১৬ নম্বর বুথ দখলের অভিযোগ উঠেছে
------
আমডাঙার ১০১, ১০২, ৪৬ ও ৪৭ বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।
------
কাঁচড়াপাড়ার শহিদনগর ইউপি স্কুলে জোর করে তৃণমূলের বোতাম টেপানোর অভিযোগ।
------
বীজপুরের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি। ভোটারদের বাড়িতে আটকে রাখার অভিযোগ।
------

.