স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা জঙ্গলমহল জুড়ে
ঝাড়গ্রাম: নাশকতা রুখতে স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জঙ্গলমহল। আত্মসমর্পণকারীদের বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে হামলা চালিয়েছে মাওবাদীরা। সেই হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। একই কারণে এই রাজ্যের জঙ্গলমহলেও ফের মাওবাদীরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা। তাই এলাকায় চিরুনি তল্লাশি অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।
শাল-পিয়ালের জঙ্গল থেকে পিচঢালা পথ। বৃহস্পতিবার সকাল থেকেই দাপিয়ে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা। তড়িঘড়ি পজিশন নিয়ে আচমকা লড়াইয়ের ধাঁচেও চলছে তল্লাশি, টহল। স্বাধীনতা দিবস উপলক্ষে চরম সতর্কতা জারি করেছে পুলিস।
এমনিতে পরিস্থিতি শান্ত। তবু আমজনতার মধ্যে আশঙ্কা এখনও কাটেনি।
আত্মসমর্পণকারীদের বিশ্বাসঘাতক চিহ্নিত করে হামলা চালাতে পারে মাওবাদীরা। সেই আশঙ্কার জেরেই পুলিসি তত্পরতা তুঙ্গে।