জলপাইগুড়িতে আলু ব্যবসায়ীদের বিক্ষোভ

জলপাইগুড়ির জেলা শাসকের দফতরের সামনে আজ বিক্ষোভ দেখালেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। উপযুক্ত ক্ষতিপূরণ, ভিনরাজ্যে আলু পাঠাতে দেওয়ার অনুমতি সহ বেশ কিছু দাবি নিয়ে আজ জেলা শাসককের কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। তাঁদের অভিযোগ, উত্তরবঙ্গের সীমান্তে আটকে দেওয়া আলুর ট্রাক গোডাউনে ফিরিয়ে আনতে লেগেছে দু-তিন দিন। ইতিমধ্যেই পচে গিয়েছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ আলু। তাঁদের আনুমানিক ক্ষতির মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন তাঁরা। এই ক্ষতির দায়ভার সরকারকে নিয়ে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তাঁদের।

Updated By: Aug 14, 2014, 02:55 PM IST
জলপাইগুড়িতে আলু ব্যবসায়ীদের বিক্ষোভ

শিলিগুড়ি: জলপাইগুড়ির জেলা শাসকের দফতরের সামনে আজ বিক্ষোভ দেখালেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। উপযুক্ত ক্ষতিপূরণ, ভিনরাজ্যে আলু পাঠাতে দেওয়ার অনুমতি সহ বেশ কিছু দাবি নিয়ে আজ জেলা শাসককের কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। তাঁদের অভিযোগ, উত্তরবঙ্গের সীমান্তে আটকে দেওয়া আলুর ট্রাক গোডাউনে ফিরিয়ে আনতে লেগেছে দু-তিন দিন। ইতিমধ্যেই পচে গিয়েছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ আলু। তাঁদের আনুমানিক ক্ষতির মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন তাঁরা। এই ক্ষতির দায়ভার সরকারকে নিয়ে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তাঁদের।

সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েই রাজ্যজুড়ে তিনদিনের ধর্মঘট ডাকল আলু ব্যবসায়ী সমিতি। উনিশ, কুড়ি, একুশ অগাস্ট কর্মবিরতি পালন করবেন আলু ব্যবসায়ীরা। পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতির হুমকি, মুখ্যমন্ত্রী অবিলম্বে আলোচনায় না বসলে লাগাতার ধর্মঘটের পথে নামবেন ব্যবসায়ীরা।

 

.