বাংলাদেশ থেকে রূপোলী শস্য আসা বন্ধ, জামাইষষ্ঠীতেও ইলিশ-আকাল

জামাইষষ্ঠীতেও ইলিশ-আকাল। বাঙালির পাতে পড়বে না গঙ্গা-পদ্মার ইলিশ। হাল এতটাই বেহাল। কেঁদে-কেটেও জামাইয়ের পাতে দেওয়ার জন্য ওপার বাংলার ইলিশ হাতে পাচ্ছেন না শ্বশুর-শাশুড়িরা। বাংলাদেশ থেকে রূপোলী শস্য আসা বন্ধ অনেক দিন ধরেই। এরাজ্যে এখনও ইলিশ ধরার মরসুম শুরু হয়নি। এই অবস্থায় আজ বাদে কাল যখন জামাইষষ্ঠী, তখন ইলিশ আসবে কোথা থেকে? ভরসা অতএব, মায়ানমার অথবা গুজরাতের ইলিশ। স্বাদ নেই। দামেও কুলোনো মুস্কিল। আগুন জ্বলছে বাজারে। তবু উপায় কী! বাধ্য হয়ে ব্যাগে ভরতে হচ্ছে 'সোনার দামের' সেই ইলিশই।  

Updated By: Jun 9, 2016, 11:15 AM IST
বাংলাদেশ থেকে রূপোলী শস্য আসা বন্ধ, জামাইষষ্ঠীতেও ইলিশ-আকাল

ওয়েব ডেস্ক: জামাইষষ্ঠীতেও ইলিশ-আকাল। বাঙালির পাতে পড়বে না গঙ্গা-পদ্মার ইলিশ। হাল এতটাই বেহাল। কেঁদে-কেটেও জামাইয়ের পাতে দেওয়ার জন্য ওপার বাংলার ইলিশ হাতে পাচ্ছেন না শ্বশুর-শাশুড়িরা। বাংলাদেশ থেকে রূপোলী শস্য আসা বন্ধ অনেক দিন ধরেই। এরাজ্যে এখনও ইলিশ ধরার মরসুম শুরু হয়নি। এই অবস্থায় আজ বাদে কাল যখন জামাইষষ্ঠী, তখন ইলিশ আসবে কোথা থেকে? ভরসা অতএব, মায়ানমার অথবা গুজরাতের ইলিশ। স্বাদ নেই। দামেও কুলোনো মুস্কিল। আগুন জ্বলছে বাজারে। তবু উপায় কী! বাধ্য হয়ে ব্যাগে ভরতে হচ্ছে 'সোনার দামের' সেই ইলিশই।  

.