অবশেষে এল ইলিশের দিন

আজ রেকর্ড পরিমাণ ইলিশ উঠল দীঘার মোহনায়। ঝিরঝিরে বৃষ্টি আর পূবালী হাওয়ার প্রভাবে মোহনা এলাকায় এখন ইলিশের আনাগোনা। সকালে ১২৫টি ট্রলারে প্রায় ১০০ টন ইলিশ ওঠে। এই মরশুমে এই প্রথম এতটা ইলিশ উঠল দীঘার মোহনায়।

Updated By: Aug 18, 2013, 12:47 PM IST

আজ রেকর্ড পরিমাণ ইলিশ উঠল দীঘার মোহনায়। ঝিরঝিরে বৃষ্টি আর পূবালী হাওয়ার প্রভাবে মোহনা এলাকায় এখন ইলিশের আনাগোনা। সকালে ১২৫টি ট্রলারে প্রায় ১০০ টন ইলিশ ওঠে। এই মরশুমে এই প্রথম এতটা ইলিশ উঠল দীঘার মোহনায়।
বাজারে ইলিশ বেশি ওঠায় কমেছে মাছের দরও। দীঘায় ৪০০ থেকে ৬০০ গ্রাম গ্রামের মাছের দর ছিল ২০০ থেকে ২৫০ টাকা। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছের কেজি প্রতি দর কমে দাঁড়িয়েছে ৩০০ থেকে সাড়ে ৩৫০টাকায়।

.