কনকনে ঠান্ডার পরোয়া না করেই জেলায় জেলায় মকর স্নান
পুণ্যলাভের আশা। মোক্ষলাভের লক্ষ্য। ভোর থেকে নদিয়ার কল্যাণীর ত্রিবেণী ঘাটে শুরু হয়েছে পুণ্যস্নান। কনকনে শীতের পরোয়া না করেই, জলে নেমে পড়েন মানুষজন। ভাগীরথীর জলে ডুব লাগান প্রায় হাজারখানেক পুণ্যার্থী। যে কোনওরকম দুর্ঘটনা এড়াতে, প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। চলছে কড়া নজরদারি।
ওয়েব ডেস্ক : পুণ্যলাভের আশা। মোক্ষলাভের লক্ষ্য। ভোর থেকে নদিয়ার কল্যাণীর ত্রিবেণী ঘাটে শুরু হয়েছে পুণ্যস্নান। কনকনে শীতের পরোয়া না করেই, জলে নেমে পড়েন মানুষজন। ভাগীরথীর জলে ডুব লাগান প্রায় হাজারখানেক পুণ্যার্থী। যে কোনওরকম দুর্ঘটনা এড়াতে, প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। চলছে কড়া নজরদারি।
মকর সংক্রান্তিতে, আরামবাগে কালীপুরে দ্বারকেশ্বর নদীতে পুণ্যস্নানের ধুম। শিশু থেকে মহিলা-পুরুষ নির্বিশেষে সকলে পুণ্যস্নানে সামিল হন। ভোরের প্রচন্ড ঠান্ডা। তার ওপর দ্বারকেশ্বরের কনকনে জল। তাতেই চলল স্নান-পর্ব। সাতসকালে আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীও হাজির হন সেখানে। পালিত হল মকর-উত্সব।
আরও পড়ুন, মকর স্নানের ধুম ঘিরে জমজমাট গঙ্গাসাগর, রেকর্ড ভি়ড়ের সম্ভাবনা
ভিড়ে দুর্ঘটনা এড়াতে গঙ্গাসাগর মেলায় তত্পর প্রশাসন, বাড়ানো হল নিরাপত্তা