মাত্রা ছাড়া গরম, পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

চৈত্রের শেষেই মাত্রা ছাড়াচ্ছে গরম। আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Apr 8, 2013, 04:18 PM IST

চৈত্রের শেষেই মাত্রা ছাড়াচ্ছে গরম। আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ও বর্ধমানের শিল্পাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। ওই পাঁচ জেলায় ইতিমধ্যেই লু বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দুদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে। জেলার পাশাপাশি, দহনে পুড়ছে শহর কলকাতাও।

.