হাওড়া হাসপাতালের এক মহিলা সাফাইকর্মীর শ্লীলতাহানির অভিযোগ

হাওড়া হাসপাতালের এক মহিলা সাফাইকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। কাঠগড়ায় খোদ সাফাইকর্মীদের সুপারভাইজার। চারবছর ধরে ওই মহিলা হাওড়া হাসপাতালে কাজ করছেন। নানা সময়ে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। গত দুমাসে সেই অত্যাচার মাত্রা ছাড়ায়। অভিযুক্ত সুপারভাইজার তাঁর শ্লীলতাহানিও করেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় ওই সাফাইকর্মীকে বরখাস্ত করা হয়। হাওড়া থানা ও হাসপাতালের সুপারকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ নির্যাতিতার। দীর্ঘ টালবাহানার পর ওই মহিলার অভিযোগের ভিত্তিতে হাওড়া থানা একটি শ্লীলতাহানির মামলা রুজু করে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিসের বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

Updated By: Dec 2, 2015, 11:15 AM IST
 হাওড়া হাসপাতালের এক মহিলা সাফাইকর্মীর শ্লীলতাহানির অভিযোগ

ওয়েব ডেস্ক: হাওড়া হাসপাতালের এক মহিলা সাফাইকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। কাঠগড়ায় খোদ সাফাইকর্মীদের সুপারভাইজার। চারবছর ধরে ওই মহিলা হাওড়া হাসপাতালে কাজ করছেন। নানা সময়ে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। গত দুমাসে সেই অত্যাচার মাত্রা ছাড়ায়। অভিযুক্ত সুপারভাইজার তাঁর শ্লীলতাহানিও করেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় ওই সাফাইকর্মীকে বরখাস্ত করা হয়। হাওড়া থানা ও হাসপাতালের সুপারকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ নির্যাতিতার। দীর্ঘ টালবাহানার পর ওই মহিলার অভিযোগের ভিত্তিতে হাওড়া থানা একটি শ্লীলতাহানির মামলা রুজু করে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিসের বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

 

.