দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কোতয়ালী থানা এলাকাতেও। ভোররাতে হরিশপুর গ্রামে ঘরের মধ্যেই উদ্ধার হয় স্বামী স্ত্রীর অচৈতন্য দেহ। তড়িঘড়ি ঝুলন্ত স্বামীকে নামিয়ে দুজনকেই হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে শেষরক্ষা হয়নি। দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। স্ত্রীকে বালিস চাপা দিয়ে খুনের পরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কোতয়ালি থানার পুলিস। তবে কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিস। এলাকার বাসিন্দাদের কাছে ওই দম্পতি সম্পর্কে খোঁজখবরও নেওয়া শুরু করেছে পুলিশ। ঠিক কারণে দুজন আত্মঘাতী হলেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Updated By: Jan 11, 2016, 10:12 AM IST
 দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

ওয়েব ডেস্ক: দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কোতয়ালী থানা এলাকাতেও। ভোররাতে হরিশপুর গ্রামে ঘরের মধ্যেই উদ্ধার হয় স্বামী স্ত্রীর অচৈতন্য দেহ। তড়িঘড়ি ঝুলন্ত স্বামীকে নামিয়ে দুজনকেই হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে শেষরক্ষা হয়নি। দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। স্ত্রীকে বালিস চাপা দিয়ে খুনের পরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কোতয়ালি থানার পুলিস। তবে কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিস। এলাকার বাসিন্দাদের কাছে ওই দম্পতি সম্পর্কে খোঁজখবরও নেওয়া শুরু করেছে পুলিশ। ঠিক কারণে দুজন আত্মঘাতী হলেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

.