নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া জেলা হাসপাতালের চলল রান্না

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলল এই কাজ। হাওড়া জেলা হাসপাতালের মধ্যে চলল রান্না। বসল ভোজপর্বও। অভিযোগ, সবটাই হয়েছে শিশু ওয়ার্ড ও হাসপাতাল সুপারের অফিসের সামনেই! 

Updated By: Dec 3, 2016, 08:59 AM IST
নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া জেলা হাসপাতালের চলল রান্না
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলল এই কাজ। হাওড়া জেলা হাসপাতালের মধ্যে চলল রান্না। বসল ভোজপর্বও। অভিযোগ, সবটাই হয়েছে শিশু ওয়ার্ড ও হাসপাতাল সুপারের অফিসের সামনেই! 

আরও পড়ুন- দু'বছর ধরে নিখোঁজ শিশু কন্যার খোঁজ মিলল অবশেষে

বিভিন্ন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর, এখন নানা সতর্কতামূলক ব্যবস্থার কড়াকড়ি। সেখানে হাওড়ার এই সরকারি হাসপাতালে কীভাবে গ্যাস জ্বালিয়ে অবাধে চলল রান্নাবান্না? তাও আবার শিশু বিভাগেরই সামনে! প্রশ্ন ক্ষুব্ধ রোগীর আত্মীয়দের। এবিষয়ে কিছু বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্মীরাও এত কথায় যেতে নারাজ। রোগীদের ও হাসপাতালের নিরাপত্তা শিকেয় তুলে, মহানন্দে ভোজ খেয়েছেন তাঁরা।

.