গঙ্গাসাগরে পুণ্যলাভের আশায় তৈরি মিনি ভারত

কেউ এসেছেন নেপাল থেকে । কেউ বা ঝাড়খণ্ড থেকে। কেউ বা বিহার কিংবা উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে। পুণ্যের টানে সাগরে হাজির গোটা ভারত। সাগরদ্বীপ এখন যেন মহাভারতের মিলনমেলা। প়ঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উত্‍কল, বঙ্গ। পুণ্যলাভের আশায় সাগরের মেলায় হাজির গোটা ভারত। কেউই কাউকে দেখেননি কোনও দিন। আত্মীয়তার সম্পর্কও নেই। তবু প্রথম সাক্ষাতেই বন্ধুত্ব। একই তাঁবুতে থাকা, এক সঙ্গে রান্নাবান্না, একসঙ্গে খাওয়াদাওয়া। সবাইকে মিলিয়ে দিয়েছে সাগরমেলা।

Updated By: Jan 14, 2014, 11:50 PM IST

কেউ এসেছেন নেপাল থেকে । কেউ বা ঝাড়খণ্ড থেকে। কেউ বা বিহার কিংবা উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে। পুণ্যের টানে সাগরে হাজির গোটা ভারত। সাগরদ্বীপ এখন যেন মহাভারতের মিলনমেলা। প়ঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উত্‍কল, বঙ্গ। পুণ্যলাভের আশায় সাগরের মেলায় হাজির গোটা ভারত। কেউই কাউকে দেখেননি কোনও দিন। আত্মীয়তার সম্পর্কও নেই। তবু প্রথম সাক্ষাতেই বন্ধুত্ব। একই তাঁবুতে থাকা, এক সঙ্গে রান্নাবান্না, একসঙ্গে খাওয়াদাওয়া। সবাইকে মিলিয়ে দিয়েছে সাগরমেলা।

একই ছবি প্রত্যেক বছরে। পূণ্যার্জনের জন্য গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের ভিড়। নানা ভাষাভাষী, নানা বর্ণের মানুষ। কদিনের জন্য মিলেমিশে একাকার হয়ে যান তাঁরা। সকলকে মিলিয়ে দেয় সেই গঙ্গাসাগর। এমনটাই চলে আসছে যুগযুগান্ত ধরে।

.