আইটিআই প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে কল্যাণী থানার দুই অফিসারকে ডাকল সিআইডি
আইটিআই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে পড়ছে পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য আজ কল্যাণী থানার দুজন অফিসারকে ডেকে পাঠল সিআইডি। আগেই ঘটনায় গ্রেফতার অরিজিত দাস ও তুহিন দাসকে জেরা করে কল্যাণী থানার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পেয়েছে সিআইডি।
ওয়েব ডেস্ক: আইটিআই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে পড়ছে পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য আজ কল্যাণী থানার দুজন অফিসারকে ডেকে পাঠল সিআইডি। আগেই ঘটনায় গ্রেফতার অরিজিত দাস ও তুহিন দাসকে জেরা করে কল্যাণী থানার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পেয়েছে সিআইডি।
কল্যাণী আইটিআই-এর এই দুই জন ছাত্রকে জেরা করে গোয়েন্দারা জানাতে পারেন প্রশ্ন ফাঁসকাণ্ড পরীক্ষার আগের দিনই জানতে পারে কল্যাণী থানা। অরিজিত এবং তুহিনকে থানায় ডেকেও পাঠানো হয়। তবে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেয় পুলিস। স্বভাবতই প্রশ্ন উঠেতে শুরু করে কল্যাণী থানার ভূমিকা নিয়ে।