আজ জগদ্ধাত্রী পুজো

দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে বাঙালির তেরো পার্বণে এ বার পালা জগদ্ধাত্রী পুজোর। আজ ষষ্ঠী। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলোর রোশনাইয়ে আরও একবার ভাসবে রাজ্যবাসী। সব জায়গার পুজোর প্রস্তুতিতে এখন শেষ মুহূর্তের ছোঁয়া।

Updated By: Nov 1, 2011, 12:00 PM IST

দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে বাঙালির তেরো পার্বণে এ বার পালা জগদ্ধাত্রী পুজোর। আজ ষষ্ঠী। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলোর রোশনাইয়ে আরও একবার ভাসবে রাজ্যবাসী। সব জায়গার পুজোর প্রস্তুতিতে এখন শেষ মুহূর্তের ছোঁয়া। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। এখানকার আলোর জাদুতে মাতোয়ারা সবাই। অথচ আলোর কারিগররাই আজ অন্ধকারে। চরমঅর্থসংকটের মুখে চন্দননগরের আলোক শিল্পীরা। বাজার দর বাড়লেও বাড়েনি তাঁদের বেতন। এখানে আলোশিল্পের সঙ্গে যুক্ত প্রায় পঁচিশ হাজার শিল্পী। নিজেদের ভবিষ্যত্‍‍ সুরক্ষিত করতে নিজেরাই তৈরি করেছেন একটি ইউনিয়ন। শিল্পীদের প্রয়োজনীয় বিমা থেকে বেতনবৃদ্ধি, সব কিছুর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করবে এই ইউনিয়নই।

.