জামুড়িয়া, রানিগঞ্জে ভোট না চেয়ে কমিশনকে চিঠি রাজ্যের

জামুড়িয়া, রানিগঞ্জ পুরসভায় এখনই ভোট চায় না রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল রাজ্য। তবে বিধাননগর পুরসভার ভোট নিয়ে কিছু জানানো হয়নি চিঠিতে। কেন এই দুটি পুরসভায় রাজ্য এখনই ভোট করতে চাইছে না তাও জানানো হয়েছে চিঠিতে। কোন কোন পুরসভার ভোট হবে তার তালিকা হাইকোর্টকে দিয়েছিল রাজ্য।

Updated By: Feb 24, 2015, 05:11 PM IST

ওয়েব ডেস্ক: জামুড়িয়া, রানিগঞ্জ পুরসভায় এখনই ভোট চায় না রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল রাজ্য। তবে বিধাননগর পুরসভার ভোট নিয়ে কিছু জানানো হয়নি চিঠিতে। কেন এই দুটি পুরসভায় রাজ্য এখনই ভোট করতে চাইছে না তাও জানানো হয়েছে চিঠিতে। কোন কোন পুরসভার ভোট হবে তার তালিকা হাইকোর্টকে দিয়েছিল রাজ্য।

ওই তালিকায় জামুড়িয়া, রানিগঞ্জ ও বিধাননগর পুরসভার নাম ছিল। অথচ কমিশনকে রাজ্যের দেওয়া তালিকায় নাম ছিল না ওই তিন পুরসভার। এর পরেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে চিঠি দেয় কমিশন।

এদিকে, সূত্রের খবর আগামী ১০ মার্চ কলকাতা পুরসভার ভোটের জন্য প্রথম পর্যায়ের প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি।

.