শালবনিতে স্থগিত জিন্দাল প্রকল্প
স্থগিত হয়ে গেল শালবনিতে জিন্দালদের ইস্পাত প্রকল্প। সংস্থার চেয়ারম্যান সজ্জন জিন্দাল জানিয়েছেন, দীর্ঘকালীন ভিত্তিতে আকরিক লোহার সরবরাহ নিশ্চিত করতে না পারাতেই প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
স্থগিত হয়ে গেল শালবনিতে জিন্দালদের ইস্পাত প্রকল্প। সংস্থার চেয়ারম্যান সজ্জন জিন্দাল জানিয়েছেন, দীর্ঘকালীন ভিত্তিতে আকরিক লোহার সরবরাহ নিশ্চিত করতে না পারাতেই প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বাম আমলে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে এই প্রকল্পের শিলান্যাস হয়েছিল। পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্পে বছরে এককোটি টন ইস্পাত উত্পাদনের পরিকল্পনা ছিল। কিন্তু, শিলান্যাসের পর থেকেই একাধিক কারণে প্রকল্পে দেরি হয়েছে। সজ্জন জিন্দাল জানিয়েছেন, ইস্পাত কারখানাগুলির জন্য আকরিক লোহার সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তাঁরা। আকরিক লোহার অভাবে ইতিমধ্যেই কর্ণাটকে তাদের ইস্পাত কারখানার উতপাদন কমিয়ে দিয়েছে জিন্দাল গোষ্ঠী।