ফের সাংবাদিক নিগ্রহ, এবার মুর্শিদাবাদ

বর্ধমানের পর এবার মুর্শিদাবাদ। খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত হলেন সাংবাদিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের তারাপুর হাসপাতালে। অভিযোগ, একটি দুর্ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় হাসপাতাল কর্মী ও নিরাপত্তারক্ষীরা।

Updated By: Apr 3, 2012, 04:26 PM IST

বর্ধমানের পর এবার মুর্শিদাবাদ। খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত হলেন সাংবাদিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের তারাপুর হাসপাতালে।
অভিযোগ, একটি দুর্ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় হাসপাতাল কর্মী ও নিরাপত্তারক্ষীরা। হাসপাতালের ঘরে ঢুকিয়ে দরজায় তালা বন্ধ করে ব্যাপক মারধর করা হয় সাংবাদিকদের। ভেঙে দেওয়া হয় তাঁদের ক্যামেরা, ল্যাপটপ। ঘটনায় আহত হয়েছেন এক সাংবাদিক।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে বর্ধমান হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় জুনিয়ার ডাক্তাররা। জুনিয়ার ডাক্তারদের মারে গুরুতর আহত হন ২৪ ঘণ্টার সাংবাদিকও। বর্ধমান থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। সেই রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদের ঘটনা ফের প্রশ্ন উঠছে, রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে।

.