আজ রাজ্যের একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করছে কালিম্পং

কথা চূড়ান্ত হয়েই ছিল। শুধু বাকি ছিল সরকারিভাবে আত্মপ্রকাশের। অবশেষে আজ আমাদের রাজ্যের একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কালিম্পং। নতুন জেলার ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। গতকালই পাহাড়ে পৌছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পৌছতেই পাহাড়ে শুরু হয়ে যায় অকাল দিওয়ালি।

Updated By: Feb 14, 2017, 08:24 AM IST
আজ রাজ্যের একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করছে কালিম্পং

ওয়েব ডেস্ক: কথা চূড়ান্ত হয়েই ছিল। শুধু বাকি ছিল সরকারিভাবে আত্মপ্রকাশের। অবশেষে আজ আমাদের রাজ্যের একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কালিম্পং। নতুন জেলার ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। গতকালই পাহাড়ে পৌছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পৌছতেই পাহাড়ে শুরু হয়ে যায় অকাল দিওয়ালি।

আরও পড়ুন কেন খুন হতে হল আকাঙ্ক্ষাকে? প্রশ্নের খোঁজে তদন্তকারীরা

আতসবাজির রোশনাইয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কালিম্পংয়ে রাস্তার ধারে ছিল অসংখ্য মানুষের ভিড়। এপ্রিলেই পাহাড়ে ভোট। রাজনৈতিক মহলের মতে, তার আগে কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করে অনেকটাই মাইলেজ পেয়ে যাবে তৃণমূল। আজকের অনুষ্ঠানে নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা।

আরও পড়ুন  জেরায় মিলছে উদয়ন দাসের একের পর এক বান্ধবীর খোঁজ

.