ঝাড়ু হাতে একদল ভিনদেশি

নদী দূষণ রোধের বার্তা। এই বার্তা দিতেই ঝাড়ু হাতে ভিনদেশিরা। কালনায় শহরে নদী সংলগ্ন এলাকায় হল সাফাই অভিযান। চলল নাচ গানও।

Updated By: Dec 14, 2014, 01:02 PM IST

কালনা : নদী দূষণ রোধের বার্তা। এই বার্তা দিতেই ঝাড়ু হাতে ভিনদেশিরা। কালনায় শহরে নদী সংলগ্ন এলাকায় হল সাফাই অভিযান। চলল নাচ গানও।

ভারত সাফাই অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই ডাকে সাড়া দিয়ে পথে নামলেন ভিনদেশিরা। গঙ্গাতীরবর্তী বর্ধমানের কালনায় সাফাই অভিযান করলেন প্রায় যাটজনের দল।  

শুধু কালনায় নয়, গঙ্গা ও যমুনা তীরবর্তী এলাকাতে এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।

সংস্থার নাম ক্লিন ইন্ডিয়া। এঁদের উদ্যোগেই সাফাই অভিযান। শুধুই সাফাই অভিযান নয়। নদী দূষণ রোধের বার্তা দিতে ব্যবস্থা ছিল নাচগানেরও।

.